১২ জন পেলেন কৃত্রিম হাত-পা
রানা প্লাজা ধসের ঘটনায় আহত ব্যক্তিদের ১২ জনের শরীরে কৃত্রিম হাত ও পা সংযোজন করেছে ব্র্যাক। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরের ব্র্যাকের ব্রাঞ্চ ও লিম্ব সেন্টারে (বিএলবিসি) এই ১২ জনকে এক লাখ করে টাকা দিয়ে বিদায় জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্য থেকে আনা কৃত্রিম হাত ও পা তাঁদের শরীরে সংযোজন করা হয়েছে। তাঁরা এখন প্রাথমিক কাজ করতে পারবেন। আহত ব্যক্তিদের একজন সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, এখন হাতের তিনটি আঙুল নাড়াতে পারেন। কলার খোসা ছাড়িয়ে খেতে পারেন। দুর্ঘটনায় তাঁর...
Posted Under : Health News
Viewed#: 21
See details.

